কাল সোমবার (১৮ মে) থেকে আবারও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ও ওষুধের দোকান ব্যাতিত জেলার সকল দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে মেহেরপুর জেলা প্রশাসন। মার্কেট ও শপিং মলে ঈদ কেনাকাটায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ভিড় ও জনসমাগম করায় আজ রোববার দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জেলা প্রশাসক আতাউল গনি তার ফেসবুক পোষ্টে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে জেলা প্রশাসক আতাউল গনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটির সভায় মেহেরপুর জেলার জনসাধারণের স্বাস্থ্য ও জীবন রক্ষার লক্ষ্যে আগামীকাল ১৮.০৫.২০২০ খ্রি. থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত মেহেরপুর জেলার সকল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মেহেরপুরে সোমবার থেকে আবারও দোকানপাট বন্ধ ঘোষণা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত জেলার সকল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে