সাজেদুর রহমান, মেহেরপুর : করোনা ভাইরাস সংক্রমনের কারণে চিকিৎসা বঞ্চিত সাধারন রোগীদের চিকিৎসা প্রদানের লক্ষে মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি’র উদ্যোগে তার সংগঠন ফ্রেন্ডস ৮৭ সার্কেল-এর সহযোগিতায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি টেলিফোনের মাধ্যমে এই ক্যাম্পের উদ্বোধন করেন।
এসময় ফ্রেন্ডস ৮৭ সার্কেলের সভাপতি আমিনুল ইসলাম খোকন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কুষ্টিয়া ল্যাব কেয়ার মেডিক্যাল সার্ভিসের চেয়ারম্যান ডা: সজিবুল হক (মেডিসিন) ও ডা: আল আরাফাত আকাশ (জেনারেল ফিজিসিয়ান) রোগী দেখেন ও ব্যবস্থাপত্র প্রদান করেন।
ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের ফ্রি ঔষুধ দেওয়া হয়। উদ্বোধনী দিনে ১’শ ৫০ জন রোগীর ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। করোনা ভাইরাস সংক্রমনের কারণে যেন কোন অসুস্থ রোগি চিকিৎসা বঞ্চিত না হয় সেজন্য প্রতি শুক্রবার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।