মেহেরপুরের গাংনীতে হাফেজ আলী (৩৫) নামের এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। হাফেজ আলী কাজিপুর মন্ডল পাড়ার বাসিন্দা। রবিবার বিকাল ৫ টায় এ তথ্য নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: রিয়াজুল আলম।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: রিয়াজুল আলম জানান, হাফেজ আলী গত ৬ জুন দুবাই থেকে বাড়িতে আসার হোমকোয়ারেন্টাইনে ছিলেন। গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে করোনা পজেটিভ বলে নিশ্চিত করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজ জানান, হাফেজ আলীর পার্শবর্তী কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ২ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৮ জন। মোট ২৪ জন আক্রান্ত রয়েছেন।