মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় ও খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়া পৌরবাসীর মাঝে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেওয়া অব্যাহত রেখেছেন। শনিবার বিকালে পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র ৩ শতাধিক পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর আগে পৌরসভার মেয়র অন্যান্য ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মেহেরপুরের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে । সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে পৌর এলাকার কোন মানুষ না খেয়ে অনাহারে থাকবে না। কবে নাগাদ এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো বলা যাচ্ছে না। এজন্য ধনী-গরিব,দল-মত নির্বিশেষে সকলের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জরুল কবির, ২ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন সহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।