এরমধ্যে শুধু চীনেরই অর্থনৈতিক ক্ষতি হতে পারে ১০ হাজার ৩শ কোটি ডলার। এমনটাই মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি।
সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, করোনার কারণে এশিয়ায় পর্যটক কমে গেছে। সেইসাথে পণ্যের চাহিদা কমায় উৎপাদন কমেছে। তাছাড়া সরবরাহ ব্যাহত হওয়ায় বাণিজ্যও কমে গেছে। সংক্রমণ অব্যাহত থাকায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ফলে বাড়ছে ক্ষতির পরিমাণ।
এডিবির হিসেবে, করোনার প্রভাবে বিশ্ব অর্থনীতিতে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ৩৪ হাজার ৭শ কোটি ডলার। যা বিশ্ব অর্থনীতির জিডিপি’র শূণ্য দশমিক এক শতাংশ থেকে শূণ্য দশমিক ৪ শতাংশ।
প্রতিবেদনে কোভিড নাইন্টিন সারা বিশ্ব অর্থনীতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলেও উল্লেখ করেছে এডিবি।