চলছে রমজান। টলিউড অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরাত জাহানের ইফতার সেই ছবি নিজেই প্রকাশ্যে আনলেন তিনি। আগেই বলেছিলেন এবছর যেন সকলে বাড়িতে বসেই ইফতার করেন, দোয়া করেন। নিজেও তাই করছেন তিনি।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন নুসরাত। সেখানে দেখা যাচ্ছে নুসরাত ও তার মা ইফতার সারছেন। তাদের সামনে রাখা থালায় সাজানো নানা রকমের ফল ও অন্যান্য খাবার।
নুসরাতের এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। তার পূজার ছবিও ভাইরাল হয়, আলোচনা হয় রথ যাত্রায় অংশগ্রহণ করা নিয়েও।
তার ভক্তরা তাকে রমজান মাসের শুভেচ্ছা জানান এই পোস্টে। কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে নুসরাত সকলকে রমজানের শুভেচ্ছা জানান। এবং অনুরোধ করেন সকলে যেন বাড়িতে থেকেই প্রার্থনা করেন।
নুসরাত বলছেন, ইফতার বা সেহেরি হোক বাড়িতে থেকেই করুন। কারোকে সাহায্য করার দরকার পড়লে করুন। আল্লার কাছে দোয়া করুন যেন মানুষ এই করোনা ভাইরাস থেকে তাড়াতাড়ি মুক্তি পায়। আমিও দোয়া করব।